স্বনামধন্য অভিনেতা, চিত্রপরিচালক ও আর্কিটেক্ট তৌকির আহমেদ ও তার স্ত্রী বিপাশা হায়াত ঢাকার কাছে একটি অভিজাত রিসোর্ট তৈরি করেছেন।
রিসোর্টের নাম নক্ষত্রবাড়ী রিসোর্ট, এবং এটি ঢাকার কাছে রাজেন্দ্রপুরে অবস্থিত। রিসোর্টটি এত সুন্দর করে প্রকৃতি ও আধুনিকতার সংমিশ্রণে এমনভাবে সাজানো যে এখানে এসে আপনার নাগরিক জীবনের ক্লান্তিকে বিসর্জন দিয়ে নিজেকে রিচার্জ করে নিতে পারবেন। শালবন, শান বাঁধানো দিঘি, সুইমিংপুল আর নানা স্বাদের খাবারের আয়োজন আছে এখানে। পুকুরের ওপরে আছে নানা আকারের কুঁড়েঘর। যার ভেতরে আছে আধুনিক সব সুযোগ-সুবিধা। web: www.nokkhottrobari.com.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস