Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২৫ জেলায় সিভিল সার্জনের দপ্তর এবং লালমনিরহাট ১০০ শয্যা হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেনীর বিভিন্ন পদে যোগদানের নিমিত্তে চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল
বিস্তারিত

২৫ জেলায় সিভিল সার্জনের দপ্তর (রাজবাড়ী/ গাজীপুর/ বরগুনা/ মাদারীপুর/ রংপুর/ দিনাজপুর/ কুড়ীগ্রাম/ লালমনিরহাট/ পঞ্চগড়/ নীলফামারী/ ঠাকুরগাঁও/ গাইবান্ধা/ জামালপুর/ নাটোর/ ফরিদপুর/ চাপাইনবাবগঞ্জ/ পিরোজপুর/ ভোলা/ শরীয়তপুর/ গোপালগঞ্জ/ মৌলবিবাজার/ মানিকগঞ্জ/ নরসিংদী/ ব্রাক্ষনবারিয়া/ জয়পুরহাট) এবং লাল্মনিরহাট ১০০ শয্যা হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেনীর বিভিন্ন পদে যোগদানের নিমিত্তে চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনগণ ৩১/০৭/২০১৪ ইংরেজী তারখের মধ্যে যোগদানের সকল ব্যবস্থা গ্রহন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থিদের সকলকে তাদের মূলসনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিস্ট হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসে যোগাযোগ করবেন। ফলাফল জানতে স্বাস্থ্য সহকারী (হেলথ এ্যাসিসট্যান্ট), ৩য় শ্রেণী, ৪র্থ শ্রেণী এবং লালমনিরহাট ১০০ শয্যা হাসপাতালের ফলাফল বিজ্ঞপ্তি পেতে সংশ্লিষ্ট নামে ক্লিক করুন।

ডাউনলোড