গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ গত ১৬ জুলাই ২০১৪ ইং হতে গুগল ম্যাপে দেখা যাচ্ছে। গুগল ম্যাপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদকে দেখতে পেয়ে অত্র ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা ও অফিসের সকলেই অত্যন্ত খুশি। গুগল ম্যাপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদকে খুঁজে পেতে https://www.google.com/maps/
এই লিংকে গিয়ে লিখতে হবে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ [ইংরেজীতে লিখলে লিখতে হবে “Rajabari Union Council”]এবং সার্চ দিলেই দেখিয়ে দিবে রাজাবাড়ী ইউনিয়নের অবস্থান, ইউনিয়নের ওয়েব পোর্টাল, যোগাযোগ করার জন্য অত্র ইউনিয়ন পরিষদের সচিব এর মোবাইল নাম্বার, কার্যদিবস, সময় সূচি, চিনতে যেন অসুবিধা নাহয় সেজন্য ও অত্র ইউনিয়ন পরিষদের কিছু ছবি। অথবা নিচের লিংকে প্রবেশ করে ও দেখতে পারেন।
http://goo.gl/maps/LrpCJ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস