বিদ্যালয়ের ভবন ২টি। একটি আধাপাকা অপরটি পাকা। আধাপাকা ভবনটি ঝরাঝির্ন যে কোন সময় ধসে যেতে পড়ে শিক্ষক ও ছাত্রের প্রাণহানী ঘটিতে পারে। কর্তৃপক্ষকে বারবার লিখিত ও মৌখিক ভাবে জানিয়েও কোন প্রতিকার পাই নাই।
স্থানীয় শিক্ষানুরাগীগনের পরামর্শে ও উদ্যোগে এবং মরহুম আলহাজ্ব ওসমান গনি মোড়ল সাহেবের আন্তরিকতায় ৭০ শতাংশ জমি দান করার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শিশু-৪৫জন, প্রথম শ্রেনীতে-৮২জন। দ্বিতীয় শ্রেনী-৮৭জন, তৃতীয় শ্রেনী-৭১ জন, চতুর্থ শ্রেনী-৮৭জন, পঞ্চম শ্রেনী-৬০জন।
সাল | অংশ গ্রহন | পাশ |
২০০৭ | ৫৫ | ৫১ |
২০০৮ | ৪০ | ৪০ |
২০০৯ | ৪৭ | ৪৭ |
২০১০ | ৬০ | ৬০ |
২০১১ | ৪৫ | ৪৫ |
২০০০ সাল হইতে অদ্যবদী পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।
শতভাগ ভর্তি ও সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ এবং ঝড়ে পড়া রোধ করা হয়েছে।
আধাপাকা ভবনটি পূন নির্মান, শ্রেনী কক্ষ বৃদ্ধি ও প্রয়োজনীয় আসবাব পত্র পেলে প্রতি শ্রেনীতেই শতভাগ পাশ করাবো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস