গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন রাজাবাড়ী ইউনিয়নে দিঘীর চালা উচ্চ বিদ্যালয়টিঅবস্থিত।০১/০১/১৯৯৫ ইং সন থেকে বিদ্যালয়টি শিক্ষার কাযক্রম শুরম্ন হয়। ০১/০১/১৯৯৯ ইং সনে বিদ্যালয়টি প্রাথমিক অনুমতি লাভ করে। ০১/০১/২০০২ বিদ্যায়লটি নিমণ মাধ্যমিক হিসাবে একাডেমিক স্বীকৃতি পায়। ০১/০১/২০১০ ইং সনে বিদ্যালয়টি নবম শ্রেনীর প্রাথমিক অনুমতি লাভ করে ।
গ্রামের মেয়েদের দুরে গিয়ে লেখাপড়া না করতে পারায় মেয়েদের শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন রাজাবাড়ী ইউনিয়নে দিঘীর চালা উচ্চ বিদ্যালয়টি এলাকার বিদ্যুসাহী কিছু লোক সমবেত হয়ে বড় দিঘীর পশ্চিম পাশে একটি প্রতিষ্ঠান করার সিদ্ধামত্ম নেন এবং ১/১/১৯৯৫ইং সনে শিক্ষা কাযক্রম শুরম্ন হয় । সেই থেকে দিঘীর চালা উচ্চ বিদ্যালয়ের পথ চলা-
শ্রেনী | ছাএ | ছাএী | মোট |
৬ষ্ঠ শ্রেনী | ২০ | ২৪ | ৪৪ |
৭ম শ্রেনী | ২০ | ২৫ | ৪৫ |
৮ম শ্রেনী | ১৪ | ২৪ | ৩৮ |
৯ম শ্রেনী | ১৭ | ১৯ | ৩৬ |
১০মশ্রেনী | ১০ | ২২ | ৩২ |
নং | সদস্যদের নাম | পদবী |
১. | মোঃ রেজাউল করিম | সভাপতি |
২. | জামাল উদ্দিন | দাতা সদস্য |
৩. | আঃ রশিদ | প্রতিষ্ঠাতা সদস্য |
৪. | রোমান হোসেন | কো-অপ্ট সদস্য |
৫. | ওবাদুল কবির | অভিভাবক সদস্য |
৬. | জামাল উদ্দিন | ঐ |
৭. | সিরাজ উদ্দিন | ঐ |
৮. | মোঃ ওসমান | ঐ |
৯. | তাছলিমা বেগম | সঃ.মঃ.অভিভাবক |
১০ | জালাল উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
১১. | আমজাদ হোসেন | ঐ |
১২. | পাপিয়া ইয়াসমিন | সঃ.মঃ শিক্ষক প্রতিনিধি |
১৩. | কাজিম উদ্দিন /প্রধান শিক্ষক | সদস্য সচিব
|
১০০% পাশ ও প্রযুক্তিগত পাঠ পরিকল্পনা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস