৮ জন শিক্ষক দ্বারা পরিচালিত। রাজাবাড়ী বাজারের ২০০গন পূর্বে ঢাকা কাপাসিয়া মহসড়কের উত্তর পার্শ্বে নিরিবিলি কোলাহলমুক্ত শান্ত পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
অবিভক্ত বাংলায় ইংরেজী শাসনামলে পূর্ব বাংলার ভাওয়াল গড়ের নিভৃত পল্লা রাজাবাড়ী , মালীপাড়া, জয়নারায়নপুর, চিনাশুখানিয়া, বড়চালা, মিটালু, বামনগাও গ্রামের অবহেলিত শিশুদের শিক্ষা বিস্তারের জন্য রাজাবাড়ী গ্রামের কতিপয় ব্যক্তির উদ্যোগে এবং বাবু শর্চাবৈদ্দের জমি দানে রাজাবাড়ী বিদ্যালয়টি ১৯১৬ সনে প্রতিষ্ঠিত হয়।
ক্রঃনং | নাম | পদবী |
০১ | সামসুল হক সরদার | সভাপতি |
০২ | মনোয়ারা সুলতানা | সহ-সভাপতি |
০৩ | আবুল হাসানাত কাজমী | দাতা সদস্য |
০৪ | উমাকান্ত মল্লিক | অভিভাবক সদস্য |
০৫ | শাহজাহান দেওয়ান | ,, |
০৬ | রাহিমা খাতুন | ,, |
০৭ | শিল্পি আক্তার | ,, |
০৮ | শাহজাহানা খান | মেধাবী |
০৯ | হাফেজা খাতুন | মহিলা বিদ্যুৎসাহী |
১০ | আঃ অহিদ মোল্লা | ইউ.পি সদস্য |
১১ | হামিদা পারভীন | শিক্ষক প্রতিনিধি |
১২ | মৃন্ময় মজুমদার | সদস্য সচিব |
সাল | পাসের হার |
২০১২ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১০ | ১০০% |
২০০৯ | ১০০% |
২০০৮ | ১০০% |
উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী-২৮৮ জন।
২০১২ সালে শ্রীপুর উপজেলায় সমপানী পরীক্ষায় সকল বিদ্যালয়ের মধ্যে ১ম স্থান অধিকারী এবং মেধা তালিকায় ১ম ১০ জনের মধ্যে ৯ জন ও ১ জন বৃত্তি প্রাপ্ত।
বিদ্যালয়টির চারদিকে বাউন্ডারী নির্মান, পুরাতন ভমনটি ভেঙ্গে নতুন ভবন নির্মান এবং ৮ম শ্রেনী পর্যন্ত চালু করা।
রাজাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস