অত্র মাদ্রাসাটি ঢাকা কাপাসিয়া মহাসড়কের দক্ষিণ পার্শ্বে রাজাবাড়ী বাজার সংলগ্ন এক মনোরম পরিবেশে অবস্থিত। ইহার পার্শ্ব দিয়ে বয়ে গেছে পারুলী নদী । এখানে প্রায় ৫৫৯ জন ছাত্র ছাত্রী নিয়মিত লেখাপড়া করছে। অনেক শিক্ষার্থী অত্র মাদরাসা থেকে আলিম পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ সেবায় নিয়োজিত আছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ণের এক অপূর্ব সমন্বয়ে গঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান। এখানে লেখাপড়ার পাশাপাশি সহ-পাঠক্রমিক যেমন- ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, ইনডোর ও আউটডোর খেলাধূলাসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এখানে রয়েছে দক্ষ পরিচালনা পরিষদ, মেধাবী ও পরিশ্রমি একদল শিক্ষক। যাদের বিচক্ষণতা ও পরিশ্রমের ফলে প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ করে শ্রীপুর উপজেলার মাদ্রাসা গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে।
রাজাবাড়ী গ্রামের মরহুম মাওলানা আঃ রহমান সাহেবের উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মরহুম জমির উদ্দিন সর্দার, আজমাইল সর্দার, মরহুম হাদিস সরদার সাহেব উক্ত মাদ্রাসার জমিদান করেন। মরহুম সুবেদ আলী সরদার সাহেবের ঐকান্তিক তত্বাবধানে ও জনাব হাবিজ উদ্দিন দেওয়ান, জনাব আক্কাস আলী দেওয়ান, আঃ রশিদ দেওয়ান, সফির উদ্দিন, জিন্নত আলী, সায়েদ আলী মাঝি, আবুল কাশেম মাষ্টার, সফিউল্লাহ, আশরাফ আলী, ফাতেমা খাতুন, সহ এলাকার ধর্মপ্রাণ মানুষের সার্বিক সহযোগীতায় জুনিয়র দাখিল মাদ্রাসা হইতে বর্তমানে আলিম মাদ্রাসায় উন্নীত হয়েছে।
ছবি | নাম | মোবাইল নম্বর | ই-মেইল |
| মোঃ সিরাজ উদ্দিন মাস্টার সভাপতি
|
|
|
| মোঃ আজিজুর রহমান- অধ্যক্ষ/ সম্পাদক
|
|
|
| মোঃ শাহ আলম মোড়ল বিদ্যুৎসাহী সদস্য
|
|
|
| মোঃ আমিনুল ইসলাম অভিভাবক সদস্য
|
|
|
| মোঃ আঃ খালেক দেওয়ান অভিভাবক সদস্য
|
|
|
৮ম শ্রেণী সমাপনী | সাল | পাসের হার |
২০১৩ |
| |
২০১২ |
| |
২০১১ |
| |
২০১০ |
| |
দাখিল | ২০১৩ |
|
২০১২ |
| |
২০১১ |
| |
২০১০ |
| |
আলিম | ২০১৩ |
|
২০১২ |
|
২০১২সালে ৮ম শ্রেণীর মেধা বৃত্তি ১জন , ২০১১সালে ৮ম শ্রেণীর সাধারণ বৃত্তি ২জন।
রাজাবাড়ী ইসলামিয়া আলিম মাদ্রাসা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস