পাকা ও আধাপাকা গৃহ সংখ্যা ২টি। অফিস সহ কক্ষ সংখ্যা ৮টি। ব্যবহার যোগ্য কক্ষ ৬টি ও পরিত্যাক্ত কক্ষ ২টি।
১৯৯৩ ইং সনে রাজারামপুর ও নালিয়াটেকী গ্রাম বাসীর উদ্যোগে ৫জন জমি দাতার সহায়তায় বিদ্যালয়টি স্থাপিত হয়।
প্রথম শ্রেনীতে-২৫ জন। দ্বিতীয় শ্রেনী-২৯ জন, তৃতীয় শ্রেনী-২১ জন, চতুর্থ শ্রেনী-২৯ জন, পঞ্চম শ্রেনী-৩৪ জন।
বিগত ৫ বছরে সমাপনি পরীক্ষার পাশের হার ১০০%
১০০%
ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশুই ভর্তি। কোন শিশুই ঝড়ে পড়ে না।
শতভাগ শিশুর ভর্তি, ৫ বছর শিক্ষা নিশ্চিত ও শতভাগ পাশ করানো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস