বিদ্যালয়টির মোট জমির পরিমান ১.০০ একর। বিদ্যালয়ে মোট ভবন ৩টি, শ্রেণী কক্ষ ৮টি, অফিস কক্ষ ২টি, টয়লেট- ছেলেদের ১টি, মেয়েদের ২টি, নলকূপ ১টি, খেলার মাঠ ১টি, শহিদ মিনার ১টি, জাতীয় পতাকা স্তম্ভ ১টি, বিদ্যুৎ সংযোগ আছে, কম্পিউটার ২টি।
১৯৭২ ইং সালে স্থানীয় একজন শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম এম মোতালিব মিয়া বিদ্যালয়ের জমি দান করেন এবং স্থানীয় আরো গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
শ্রেণী ছাত্র/ছাত্রীর সংখ্যা
৬ষ্ঠ ৬০ জন
৭ম ৫৫ জন
৮ম ৪৭ জন
৯ম ৩০ জন
১০ম ১০ জন
মোট ২০২ জন
১। জনাব মোঃ আবুল হোসেন মোড়ল সভাপতি
২। জনাব বাবু দেবেন্দ্র চন্দ্র সরকার শিক্ষক প্রতিনিধি
৩। জনাব বাবু নগেন্দ্র চন্দ্র মল্লিক ঐ
৪। জনাব রোকেয়া বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
৫। জনাব বাবু দিলীপ চন্দ্র ঘোষ অভিভাবক সদস্য
৬। জনাব মোঃ বিল্লাল হোসেন মৈশান ঐ
৭। জনাব মোঃ রমজান আলী ঐ
৮। জনাব মোহাম্মদ আলী আকন্দ ঐ
৯। জনাব ছালেহা খাতুন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০। জনাব মোঃ আছান উদ্দিন ভূঁইয়া দাতা সদস্য
১২। জনাব কাজী মোহাম্মদ আলী কো-অপ্ট সদস্য
১৩। প্রধান শিক্ষক সদস্য সচিব
জে,এস,সি পরীক্ষা-২০১০ ও ১১ এর ফলাফল সন্তোষজনক
বিগত এক বছর উদ্দীপনা পুরষ্কার পেয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টির শিক্ষার গুনগত মান উন্নয়নে সচেষ্ট হব এবং পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করব। একি সাথে সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার চালু করার জন্য সচেষ্ট হব।
গ্রামঃ চিনাশুখানিয়া, পোঃ ভাওয়াল রাজাবাড়ী, উপজেলা-শ্রীপুর, জেলা-গাজীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস