দিঘীরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ০১-০১-১৯৭২ সালে প্রতিষ্ঠিত হইয়াছে। এই বিদ্যালয়টি চিনাশুখানিয়া গ্রামে একটি ঐতিহাসিক দিঘীরপাড় অবস্থিত বলে ইহার নাম করন করা হইয়াছে দিঘীর চালা।
মৃত মোঃ রহমান মাঝি, মৃত কফিল উদ্দিন ভুইয়া, মৃত আঃ আলী, মৃতঃ মোঃ রমিজ উদ্দিন খান, মোঃ জামাল উদ্দিন,আঃ রশিদ খান ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শিশু-২৬ জন, প্রথম শ্রেনীতে-৩০ জন। দ্বিতীয় শ্রেনী-৬১ জন, তৃতীয় শ্রেনী-৫০ জন, চতুর্থ শ্রেনী-৬০ জন, পঞ্চম শ্রেনী-৫৮ জন।
বর্তমান সরকার ২০১২ সনের জুলাই মাসে এস.এম.সি কমিটি বাতিল করায় নতুন কমিটির পূর্ন তথ্য দেওয়া গেলনা। বর্তমানে এড হক কমিটির মাধ্যমে বিদ্যালয়টি পরিচালিত হইতেছে
সাল | পাশের হার |
২০০৭ | ৬৩% |
২০০৮ | ৬৯% |
২০০৯ | ৯৩% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
শতভাগ অর্জন।
শতভাগ ভর্তি, শতভাগ পাশ ও ঝড়ে পড়া রোধ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস